- 54
- 0
বাংলাদেশ একটি মুসলিম দেশ। এদেশে এমন কেউ নেই যে মুসলমানি শব্দের সাথে অপরিচিত। প্রাচীনকাল থেকে এখনো অনেক পরিবারে হুজুর দিয়ে এ কাজটি করে থাকে। কিন্তু জানেন না যে, যেখানে বাসের ধারালো বা ব্লেডের ধারালো অংশ চালানো হচ্ছে সেখানে কোন সমস্যা হলে সে বাচ্চা বড় হয়ে বেঁচেও মরার মত থাকে।
বর্তমানে লেজার মুসলমানি একটি জনপ্রিয় পদ্ধতি। এ পদ্ধতিতে মুসলমানি বা খৎনা করলে টাকাও অনেক কম খরচ হয় এবং বাচ্চা অনেক কম কষ্ট পায়। লেজার পদ্ধতিতে মুসলমানি করলে ক্ষত শুকাতে সর্বোচ্চ এক থেকে দুই দিন সময় লাগে এবং রক্তপাত ও ব্যথা হয় না। সাথে ইনফেকশন হওয়ারও কোনো সুযোগ নেই ।
এ পদ্ধতিতে মুসলমানি অত্যন্ত কম খরচে করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে একজন অ্যাসোসিয়েট প্রফেসর দ্বারা লেজার মুসলমানি করানোর ব্যবস্থা করে দিব।
মুসলমানি নিয়ে কোন জিজ্ঞাসা থাকলে বা যে কোন রোগের চিকিৎসায় বাড়িতে ডাক্তার দেখাতে কল করুন 09678 446688 অথবা 01730 222227 নম্বরে। একজন অভিজ্ঞ ডাক্তার আপনার বাসায় পৌছে যাবে ৩০ থেকে ৯০ মিনিটে।
0 Comments.